নানা আয়োজনে কবি রুদ্রের জন্মবার্ষিকী পালিত

হোম পেজ » খুলনা » নানা আয়োজনে কবি রুদ্রের জন্মবার্ষিকী পালিত
বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০২৫


নানা আয়োজনে কবি রুদ্রের জন্মবার্ষিকী পালিত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট॥

একুশে পদকপ্রাপ্ত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৬৯তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে তাঁর গ্রামের বাড়ি মোংলার মিঠাখালীতে। বৃহস্পতিবার সকালে রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে শোভাযাত্রা, কবির সমাধিতে শ্রদ্ধা, দোয়া ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।

পরে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মরণসভা হয়। এতে সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের উপদেষ্টা পরিষদের সভাপতি মাহামুদ হাসান এবং প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। বক্তারা বলেন, রুদ্র ছিলেন তারুণ্যের কবি ও সংগ্রামের প্রতীক।

আলোচনা শেষে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়। এ সময় রামপালের উন্নয়ন সংস্থা আমাদের গ্রাম–এর উদ্যোগে দুই শতাধিক মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়।

মাত্র ৩৫ বছরের জীবনে রুদ্র সাতটি কাব্যগ্রন্থ ও একটি কাব্যনাট্য রচনা করেন। তাঁর জনপ্রিয় গান ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো-দুই বাংলায় ব্যাপকভাবে সমাদৃত।

 

এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৫:৩৩ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ