
সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর হাট একসময় গ্রামীণ অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক মিলনমেলার প্রাণকেন্দ্র ছিল। সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার বসে এই হাট, যেখানে দূরদূরান্ত থেকে মানুষজন আসত, নৌপথে পণ্য পৌঁছাত, এবং হাজার হাজার ক্রেতা-ব্যবসায়ী মিলিত হতো।
কিন্তু দীর্ঘদিন ধরে টোলঘর সংস্কারের অভাবে হাটের জৌলুস হারাতে বসেছে। হাটের টোলঘরের খুঁটিগুলোর পলেস্তরা খোসে বের হয়ে এসেছে, রড দেখা যাচ্ছে এবং টিনের ছাদ জংয়ে নষ্ট হয়ে গেছে। যেকোনো মুহূর্তে এটি ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। নিরাপত্তার কারণে ব্যবসায়ীরা এখন খোলা আকাশের নিচে বসছেন, বৃষ্টি হলে পণ্য ভিজে নষ্ট হয়। ক্রেতার আগ্রহও কমে গেছে।
হাটের ইজারাদাররা জানিয়েছেন, বারবার পৌরসভা ও প্রশাসনের কাছে টোলঘর সংস্কারের আবেদন করা হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা আশঙ্কা করছেন, এভাবে চললে হাটটি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে এবং ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইফ উল আরেফিন বলেন, “গোপালপুর হাটের টোলঘরগুলো জরাজীর্ণ হয়ে গেছে। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে এবং হাটকে টিকিয়ে রাখতে দ্রুত টোলঘর সংস্কার করা হবে।”
স্থানীয়রা মনে করিয়ে দেন, গ্রামীণ হাট দেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই শুধু আশ্বাস নয়, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন হাটের ব্যবসায়ী ও এলাকাবাসী।