কলাপাড়ায় দুই সাংবাদিকসহ ১২ গুণীজনকে অ্যাওয়ার্ড ও সংবর্ধনা

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় দুই সাংবাদিকসহ ১২ গুণীজনকে অ্যাওয়ার্ড ও সংবর্ধনা
শনিবার ● ১১ অক্টোবর ২০২৫


কলাপাড়ায় দুই সাংবাদিকসহ ১২ গুণীজনকে অ্যাওয়ার্ড ও সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ায় দুই সাংবাদিকসহ ১২ গুণীজনকে অ্যাওয়ার্ড ও সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেল ৩টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও)। উন্নয়ন ও পরিবেশের ওপর বিশেষ অবদান রাখায় দৈনিক জনকণ্ঠের কলাপাড়া প্রতিনিধি মোজবহ উদ্দিন মান্নু এবং উপকূলীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আরটিভির কলাপাড়া প্রতিনিধি কাজী সাঈদ অ্যাওয়ার্ড ও সংবর্ধনা পান।

এছাড়া শিক্ষা খাতে অবদানের জন্য ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ আব্দুল হাই ট্রাস্টের পরিচালক আলহাজ শফিকুল আলম সফি, সমাজসেবায় অবদানের জন্য মাওলানা মো. মোস্তাফিজুর রহমান, বন্যপ্রাণী সংরক্ষণে ভূমিকার জন্য মো. আকতার হোসাইন, আইন-শৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম, কৃষি খাতে অসামান্য অবদানের জন্য ফাতাহ এগ্রো ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. ফুরকান আকন, শিক্ষায় কৃতিত্বের জন্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মো. মোসান্নিফ আল মারুফ, সমাজকল্যাণে নিঃস্বার্থভাবে কাজের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়া বাসী’, সফল নারী উদ্যোক্তা হিসেবে জান্নাতুন নাঈমা, মানবাধিকার সুরক্ষায় অবদানের জন্য অ্যাডভোকেট আবুল হোসেন এবং পোনা উৎপাদনে অবদানের জন্য জননী গলদা চিংড়ি হ্যাচারি লিমিটেড সংবর্ধনা ও অ্যাওয়ার্ড পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। রিও’র নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, স্থাপতি কনসালটেন্ট মো. ইয়াকুব খান এবং কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির প্রমুখ।

রিও’র নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমান বলেন, রিও দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের সংগঠন। ২০১৬ সালে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং ২০১৯ সালে জাতীয় সমাজকল্যাণ অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন পায়। এরপর থেকে সমাজের গুণীজনদের সম্মাননা জানিয়ে আসছে। এ ধারাবাহিকতায় এবার সপ্তমবারের মতো গুণীজন সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান করা হলো। তিনি জানান, রিও ভবিষ্যতেও সমাজের কল্যাণে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।


ইউকেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৩৮ ● ৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ