বাগেরহাটে এনসিপির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

হোম পেজ » খুলনা » বাগেরহাটে এনসিপির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
শনিবার ● ১১ অক্টোবর ২০২৫


বাগেরহাটে এনসিপির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট জেলা শাখার উদ্যোগে  মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে দলটির নিবন্ধন প্রাপ্তি উপলক্ষে এ শোভাযাত্রা শহরজুড়ে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে।

খানজাহান আলী মাজার মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কে. আলী রোডস্থ এনসিপি বাগেরহাট জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, বাগেরহাট জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, যুগ্ম সমন্বয়কারী সৈয়দ আবিদ আহমাদ, জেলা কমিটির সিনিয়র সদস্য লাবীব আহমদসহ জেলা ও উপজেলার নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য আল আমিন খান সুমন, এডভোকেট শেখ আল আমিন, মাসুম রেজা, ইশতিয়াক হোসেন জামি, এনামুল হক রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাগেরহাট জেলার নয়টি উপজেলার বিপুল সংখ্যক কর্মী মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রায় যোগ দেন।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি মোল্যা রহমাতুল্লাহ বলেন, এনসিপি একটি তরুণ ও জনমুখী রাজনৈতিক দল। আমাদের লক্ষ্য দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন প্রতিষ্ঠা করা। শাপলা প্রতীক আমাদের ঐক্য, শান্তি ও উন্নয়নের প্রতীক-আমরা চাই এটিই হোক এনসিপির স্থায়ী প্রতীক।

শোভাযাত্রায় পুরো সময় জুড়ে এনসিপির নেতা-কর্মীরা “শাপলা আমাদের প্রতীক চাই স্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর। জুলাই বিপ্লবের অঙ্গীকার নিয়ে নাহিদ ইসলামের নেতৃত্বে গড়ে ওঠা তরুণ প্রজন্মের এই রাজনৈতিক দল বাগেরহাটে শক্ত অবস্থান গড়ে তুলছে বলেও বক্তারা মন্তব্য করেন।

 

 

এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৩০ ● ৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ