রাঙ্গাবালীতে বিএনপির জনসভায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

হোম পেজ » পটুয়াখালী » রাঙ্গাবালীতে বিএনপির জনসভায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫


রাঙ্গাবালীতে বিএনপির জনসভায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীর চালিতাবুনিয়া ইউনিয়নে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে চালিতাবুনিয়া বাজার সংলগ্ন হাইস্কুল মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ.বি.এম মোশাররফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সী এবং রাঙ্গাবালী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার।

সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকারের জন্য সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮:৫৬:৩১ ● ১০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ