কুয়াকাটায় রাতের আঁধারে ৫ দোকান পুড়ে ছাই

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় রাতের আঁধারে ৫ দোকান পুড়ে ছাই
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫


কুয়াকাটায় রাতের আঁধারে ৫ দোকান পুড়ে ছাই

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটার মম্বিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত পাঁচটি দোকান। রবিবার ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তিনটি দোকান সম্পূর্ণরূপে এবং দুটি আংশিকভাবে পুড়ে যায়। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও ব্যর্থ হয়েছেন।

জেলার কলাপাড়া ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শাহদাৎ হোসেন সাগরকন্যাকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি ব্যাটারি চার্জারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি কাপড়ের দোকান, একটি চায়ের দোকান এবং ব্যাটারি চার্জারের দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকার অনুমান করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. শফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসকে কলাপাড়া থেকে প্রায় ২৭ কিলোমিটার দূর থেকে আসতে হয়েছে। তারা পৌঁছাতে পৌঁছাতে দোকানগুলো ছাই হয়ে যায়। কুয়াকাটায় ফায়ার সার্ভিস স্টেশন থাকলে পাঁচ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনা যেত বলেও তার মন্তব্য ছিল। দেশের অন্যতম পর্যটনকেন্দ্রে এখনও ফায়ার সার্ভিস স্টেশন না থাকাটা দুঃখজনক বলে মনে করছেন অনেকে।

কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ জানান, ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া হয়েছে। সরকারিভাবে তাদের আর্থিক সহায়তা ও ঢেউটিন প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১২:২০:২৩ ● ১০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ