দুমকিতে চুরির অভিযোগে কিশোর নির্যাতনে এবার দোকানদার গ্রেফতার

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে চুরির অভিযোগে কিশোর নির্যাতনে এবার দোকানদার গ্রেফতার
বুধবার ● ১ অক্টোবর ২০২৫


দুমকিতে কিশোর চোরকে নির্যাতনের অভিযোগে দোকান্দার গ্রেফতার!

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে কিশোর চোরকে হাত-পা বেঁধে নির্যাতণের অভিযোগে সেই দোকানী জলিল সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) সকালে চরবয়েড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, গণপিটুনির ঘটনায় জলিল সিকদারের বিরুদ্ধে মামলা হয়েছে, আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর জলিল সিকদারের দোকানে চুরি করতে গিয়ে কিশোর রমজান (১৪) ধরা পড়ে এবং জনতার হাতে মার খায়। পরে জলিল বাদী হয়ে চুরির মামলা করলে রমজানকে কোর্টে পাঠানো হয়। ওই দিনই কিশোর চোরকে হাত-পা বেঁধে পা উপড়ে ঝুলিয়ে অমানবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ ঘটনার দুই দিন পর বুধবার কিশোর রমজানের বাবা বশির মল্লিক বাদি হয়ে জলিল সিকদার ও তার স্ত্রীসহ পাঁচজনকে আসামি করে দুমকি থানায় একটি মামলা করেছেন। এরপর পুলিশ জলিলকে গ্রেফতার করে আদালতে পাঠায়। দোকানী জলিল সিকদারের দাবি, কিশোর রমজান এর আগেও একাধিকবার একাধিক স্থানে চুরি করে মারধরের শিকার হয়েছে। সেই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তাকে (জলিল সিকদারকে) ফাঁসানো হয়েছে। জলিল সিকদারের দোকান চুরিতে ধরা পড়লে স্থানীয়রা হালকা পাতলা মারধর করলেও উপরে ঝুলানোর ঘটনাই ঘটে নাই।
এদিকে চুরির শিকার দোকান মালিককে গ্রেফতারে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, চুরির শিকার ব্যক্তির বিরুদ্ধেই ব্যবস্থা নেয়ায় ন্যায়বিচার নিয়ে প্রশ্ন উঠেছে।

এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৮:২০ ● ২১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ