কুয়াকাটায় খাস জমি দখল, ঝুঁকিতে পর্যটন কেন্দ্রের পরিবেশ

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় খাস জমি দখল, ঝুঁকিতে পর্যটন কেন্দ্রের পরিবেশ
রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫


কুয়াকাটায় খাস জমি দখল, ঝুঁকিতে পর্যটন কেন্দ্রের পরিবেশ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটায় মহাসড়কের কোল ঘেষে সরকারি জমির দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা। একই সাথে পর্যটন কেন্দ্রের গুরুত্বপূর্ণ জায়গার খাস জমি দখলের হিড়িক পড়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে এসব জমিতে গড়ে তোলা হয়েছে দুই শতাধিক অবৈধ স্থাপনা। ফলে পর্যটন কেন্দ্রের পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

সরেজমিনে জানা যায়, দখলের আওতায় এসেছে সরকারের পর্যটন হলিডে হোমস থেকে কুয়াকাটা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের দু’পাশ। একইভাবে চৌরাস্তা থেকে সৈকতের জিরো পয়েন্ট, পূর্ব ও পশ্চিম পাশের সড়ক এবং সৈকতের পশ্চিম প্রান্তও বেদখল হয়ে গেছে।

শুধু দখল নয়, প্রতিদিন গভীর রাতে সৈকতের জিরো পয়েন্টের পাশে একাধিক হোটেল থেকে ময়লা পানি ফেলা হচ্ছে সমুদ্রে। এতে সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং স্থানীয়রা পড়ছেন স্বাস্থ্যঝুঁকিতে।

এ বিষয়ে কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:০০ ● ১৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ