কলাপাড়ায় ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ
শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজে চলছে অনুসন্ধান

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধাওয়া খেয়ে আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিয়ে নুরুল ইসলাম গাজী (৫৫) নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রায় ২৪ ঘণ্টা পার হলেও তার কোনো খোঁজ মেলেনি।

শনিবার সকাল থেকে নিখোঁজ ব্যক্তির স্বজনসহ স্থানীয়রা নদীর তীরে ভিড় করেছেন। তারা উদ্বেগের মধ্যে খোঁজ চালিয়ে যাচ্ছেন।

নিখোঁজ নুরুল ইসলামের মেয়ে রুপা জানান, শুক্রবার দুপুরে তার বাবা পৌর শহরের বাদুরতলী এলাকায় একটি অটোতে বসে ছিলেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অটো চালককে মাদকসহ আটক করেন। নুরুল ইসলামকে তল্লাশি চালিয়ে কিছু না পেয়েও তাকে ধাওয়া করা হয়। এ অবস্থায় আত্মরক্ষার জন্য তিনি আন্ধারমানিক নদীতে ঝাঁপ দেন, এরপর থেকেই তিনি নিখোঁজ।

শুক্রবার বিকেল থেকে কলাপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

তবে অভিযানের অভিযোগ অস্বীকার করেছেন কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহিনুল কবির।

বাংলাদেশ সময়: ১২:৫৮:৩২ ● ২০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ