নাজিরপুরে জামায়াতে ইসলামী’র গণসংযোগ

হোম পেজ » পিরোজপুর » নাজিরপুরে জামায়াতে ইসলামী’র গণসংযোগ
শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫


নাজিরপুরে জামায়াতে ইসলামী’র গণসংযোগ

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী পক্ষ উপলক্ষে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শ্রীরামকাঠী বাজারে এ কর্মসূচি হয়।

ইউনিয়ন সভাপতি কাজী মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী।

এ সময় মাসুদ সাঈদী বলেন, দেশের মানুষ সৎ ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় আছে। জনগণের সেই প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী ঐতিহাসিক ভূমিকা রাখবে। আল্লাহ দায়িত্ব দিলে আমরা শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবো। ইসলামের বিজয়ের জন্য প্রয়োজনীয় ত্যাগ ও কুরবানিতে জামায়াত সবসময় প্রস্তুত থাকবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, জেলা মিডিয়া বিভাগের সোহরাব হোসাইন জুয়েল, পিরোজপুর পৌরসভা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আমীরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি হাফেজ ইমরান হোসাইন, উপজেলা যুব বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মো. জাহিদুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:১৯ ● ৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ