সাবেক মন্ত্রীকে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপি কর্মীকে পিটিয়ে জখম

হোম পেজ » পটুয়াখালী » সাবেক মন্ত্রীকে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপি কর্মীকে পিটিয়ে জখম
বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫


সাবেক মন্ত্রীকে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপি কর্মীকে পিটিয়ে জখম

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস  চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে ফুল দিতে না পারার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি কর্মী সৈয়দ জাকির হোসেন ওয়াসিমকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে ফুল নিয়ে প্রবেশ করলে আলতাফ হোসেন চৌধুরী ‘আ.লীগ ট্যাগিং’ এর কারণে ফুল গ্রহণে অসম্মতি জানান। এ ঘটনার জেরে চৌধুরীর সমর্থক স্থানীয় বিএনপিকর্মী ওয়াসিমকে দায়ি করা হয়। পরে অনুষ্ঠান শেষে জলিশা গ্রামের শামীম মীরা (৪০), রিয়াদ মীরা (৩০), রাফি হাওলাদার (৩১) ও মেহেদী মীরা (২৭)সহ কয়েকজন যুবক ওয়াসিমের ওপর হামলা চালায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত ওয়াসিমকে স্থানীয়রা উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তিনি দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ওয়াসিম অভিযোগে জানান, হামলাকারীরা আগে আ.লীগের ঘনিষ্ঠ ছিল, এখন বিএনপির নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও লুটপাট চালিয়ে যাচ্ছে। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১:২৫:৪০ ● ১২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ