
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
‘ইকোলজি বান্ধব নিরাপদ সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাতকরণ’ উপ-প্রকল্পের আওতায় কৃষি খামার যান্ত্রিকীকরণে কৃষি উদ্যোক্তাদের মাঝে আধুনিক মানের সেচ পাম্প ও মিনি হ্যান্ড টিলার বিতরণ করা হয়েছে।
বুধবার চরফ্যাশন পৌরসভার এফডিএ ভবনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন আরএমটিপি প্রকল্পের ‘ইকোলজি বান্ধব নিরাপদ সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাতকরণ’ উপ-প্রকল্পের আওতায় কৃষি উদ্যোক্তাদের মধ্যে সেচ ব্যবস্থা উন্নয়নে সেচ পাম্প ও সর্জান পদ্ধতিতে সবজি চাষে জমি তৈরির জন্য মিনি হ্যান্ড টিলার হস্তান্তর করেন পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন এফডিএ এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ, এফডিএ আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর শ্যাম সুন্দর দেবনাথ-সহ এফডিএ আরএমটিপি প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাগণ।
মিনি হ্যান্ড টিলার পেয়ে চর ফকিরা গ্রামের উদ্যোক্তা মোঃ লোকমান বলেন, আমি এবং আমার গ্রামের ২৪ থেকে ২৫ জন কৃষক ২৫ থেকে ৩০ একর জমিতে সবজি চাষ করি। সর্জান পদ্ধতিতে সবজি চাষ করার ফলে আমরা সমতল জমির মতো পাওয়ার টিলার ব্যবহার করে জমি চাষ করতে পারতাম না, ফলে আমাদের জমি প্রস্তুতের জন্য কৃষি শ্রমিকের উপর নির্ভর করতে হতো। কিন্তু সবজি মৌসুমের শুরুতে সবজি চাষের জন্য জমি প্রস্তুতের সময় কৃষি শ্রমিক পাওয়া যেতো না, ফলে সঠিক সময়ে আমরা জমি প্রস্তুত করতে পারতাম না। এখন মিনি হ্যান্ড টিলার পাওয়ার ফলে আমরা সঠিক সময়ে জমি চাষ দিয়ে সবজি চাষ করতে পারবো।