কলাপাড়া পৌরসভা, অপরিকল্পিত উন্নয়নে বাড়ছে নাগরিক দুর্ভোগ

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়া পৌরসভা, অপরিকল্পিত উন্নয়নে বাড়ছে নাগরিক দুর্ভোগ
সোমবার ● ২৫ আগস্ট ২০২৫


 

কলাপাড়া পৌরসভা, অপরিকল্পিত উন্নয়নে বাড়ছে নাগরিক দুর্ভোগ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

ছবিটি নালা বা জলাশয়ের নয়, এটি পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ৩ নম্বর রহমতপুর ওয়ার্ডের ব্যস্ত একটি সড়কের দৃশ্য। বর্ষা মৌসুমে মাসের পর মাস এ সড়কে পানি জমে থাকে। এতে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। শুধু এই সড়ক নয়, পৌরসভার আরও অনেক সড়কেই একই অবস্থা বিরাজ করছে। এছাড়া খানা-খন্দকে ভরা ডজন খানেক সড়কে যানবাহন চালানো দুঃসাধ্য হয়ে উঠেছে।

নাগরিকদের অভিযোগ, পৌরসভার অপরিকল্পিত ও ক্ষণস্থায়ী উন্নয়ন কার্যক্রমে প্রকৃতপক্ষে সুবিধা পাচ্ছেন কিছু প্রভাবশালী ব্যক্তি। নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, এক প্রভাবশালী সরলেও তার জায়গা দখল করছেন নতুন আরেকজন। ফলে লুটপাট আর ভোগান্তি যেন স্থায়ী হয়ে উঠেছে।

সূত্র জানায়, অয়েলমিল মসজিদ সড়ক, ইউএনও সড়ক, হাসপাতাল সড়ক, মাদ্রাসা সড়ক, ইসমাইল তালুকদার টেকনিক্যাল সড়ক, নজরুল ইসলাম সড়ক, পল্লী বিদ্যুৎ সড়ক, নাচনাপাড়া সড়ক, রহমতপুর কানেকটিং সড়ক, ভূমি অফিস সড়কসহ পৌরসভার বিভিন্ন সড়কে উন্নয়নের নামে খণ্ড খণ্ড কাজ চললেও টেকসই কোনো পরিকল্পনা নেই। কোথাও অনুমোদনহীন নকশায় বাড়ি নির্মাণ, কোথাও আবার উঁচু ড্রেন নির্মাণে পথচারীদের দুর্ভোগ বাড়ছে। এক পর্যায়ে উন্নয়ন সভা ও সেমিনারে সমালোচনার মুখে কিছু ড্রেন ভেঙে আবার সমান্তরাল করার কাজ শুরু হলেও মূল সমস্যা থেকে যাচ্ছে আগের জায়গায়।

স্থানীয়রা জানান, ২০২৩-২৪ অর্থবছরে ৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয় হয়েছে মূলত সড়ক ও ড্রেন নির্মাণে। ২০২৪-২৫ অর্থবছরেও ৩ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় হচ্ছে একই খাতে। এ ছাড়া ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ফেরীঘাট চৌরাস্তা থেকে বড় মসজিদ পর্যন্ত ওয়াকওয়ে নির্মাণ কাজ চলছে। রাজনৈতিক মহলে সমালোচনা হচ্ছে, এসব কাজ থেকে সাধারণ জনগণের তুলনায় বেশি সুবিধা পাচ্ছেন ঠিকাদার ও কিছু কর্মকর্তা।

এদিকে শহরের জলাবদ্ধতা, অপরিকল্পিত ময়লা ব্যবস্থাপনা, মশার উপদ্রব, পানি সরবরাহ সংকট ও গবাদিপশুর অনিয়ন্ত্রিত চলাফেরা নাগরিকদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে।

রহমতপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অ্যাডভোকেট বিএইচ তালুকদার সুমন বলেন, আমার বাসার সামনে মাসের পর মাস পানি জমে থাকে। স্বাভাবিক চলাফেরা ব্যাহত হলেও কেউ কোনো ব্যবস্থা নেয় না।

কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান জানান, কলাপাড়া পৌরসভার উন্নয়নে কোনো মাস্টার প্ল্যান নেই। তিনি বলেন, শহরের কিছু সড়ক সংস্কারের পরিকল্পনা রয়েছে। এডিবির বরাদ্দ পেলে তা বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে পৌরসভার সামনে থেকে বিএনপি নেতা মোশাররফ হোসেনের বাড়ি পর্যন্ত সড়কের ড্রেন সমান্তরাল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দরপত্র প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সব দরপত্র অনলাইনে সম্পন্ন হয়। বাইরে কী হচ্ছে তা আমাদের বিষয় নয়। তবে স্বীকার করেন, ক্ষমতাসীনদের প্রভাব সবসময় কিছুটা থেকেই যায়।

 

বাংলাদেশ সময়: ১৮:৩০:১৪ ● ১৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ