পিরোজপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
শনিবার ● ১৬ আগস্ট ২০২৫


পিরোজপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহা আড়ম্বর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) শহরের আখড়াবাড়ী শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচি হয়। সকালে ভক্তদের উপস্থিতিতে মহাপূজা অনুষ্ঠিত হয়। এরপর গীতা পাঠে অংশ নেন ভক্তরা। সকাল ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নারী-পুরুষ ও শিশুদের অংশগ্রহণ উৎসবে ভিন্নমাত্রা যোগ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, জন্মাষ্টমী উদ্যাপন কমিটির আহ্বায়ক শ্রী দিলীপ কুমার মিস্ত্রী এবং সদস্য সচিব শ্রী নির্মল কুমার চট্টোপাধ্যায়।

বক্তারা শ্রীকৃষ্ণের জীবনদর্শন, ধর্মীয় মূল্যবোধ এবং গীতা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। ভক্তদের আন্তরিক অংশগ্রহণে জন্মাষ্টমী উদযাপন পিরোজপুরে স্মরণীয় হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৫১ ● ৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ