তালতলীতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

হোম পেজ » বরগুনা » তালতলীতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন
শনিবার ● ১৬ আগস্ট ২০২৫


 

তালতলীতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

বরগুনার তালতলীতে বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য বাছাই টিমের সদস্য সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ও জেলার সদস্য যাচাই-বাছাই টিমের সদস্য ইঞ্জিনিয়ার জামাল হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুরাদ খান। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্না ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান অসীম।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মামুন।

বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। জনগণের অধিকার রক্ষার আন্দোলনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। এজন্য নতুন সদস্য ভর্তি ও নবায়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:০৫:২৫ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ