
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
ফলোআপ- বরগুনায় হ্যাণ্ডকাপ খুলে পালানো সেই আসামি গ্রেফতার
হোম পেজ » বরগুনা » ফলোআপ- বরগুনায় হ্যাণ্ডকাপ খুলে পালানো সেই আসামি গ্রেফতারসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা আদালত চত্বর থেকে হ্যাণ্ডকাপ খুলে পালানো আল আমিন (৩২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) সকালে সদর উপজেলার ক্রোক এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আল আমিন সদর উপজেলার লেমুয়া পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন জানান, গত শনিবার বরগুনা থানা পুলিশ পারিবারিক মামলার একটি গ্রেফতারি পরোয়ানায় আল আমিনকে গ্রেফতার করে। রোববার সিনিয়র সহকারী জজ আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে বিকেলে প্রিজন ভ্যানে তোলার সময় আদালতের দক্ষিণ ফটকের সামনে সে হাতকড়া খুলে পালিয়ে যায়। এ ঘটনায় কোর্ট পুলিশের সদস্য আমিরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।
মামলার পরদিন সোমবার ভোরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে সদর উপজেলার ক্রোক এলাকা থেকে ফের গ্রেফতার করে।
পুলিশ জানায়, ২০১৮ সালে আল আমিনের প্রথম স্ত্রী তার বিরুদ্ধে পারিবারিক মামলা করেন। আদালত ওই মামলায় ডিক্রি জারি করলে এবং আল আমিন দীর্ঘদিন পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২:০৫:৪১ ● ৯০ বার পঠিত