
শনিবার ● ২ আগস্ট ২০২৫
জুলাইয়ের মায়েদের নিয়ে অভিভাবক সমাবেশ বরগুনায়
হোম পেজ » বরগুনা » জুলাইয়ের মায়েদের নিয়ে অভিভাবক সমাবেশ বরগুনায়
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে বরগুনায় অভিভাবক সমাবেশ করেছে জেলা প্রশাসন। শনিবার (২ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এই আয়োজন হয়। সমাবেশে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের মায়েরা অংশ নেন। তারা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সজল চন্দ্র শীল। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম হাওলাদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাত রানা, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও এনডিসি আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের যোদ্ধারাও। সমাবেশ শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের উপহার সামগ্রী প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:১৯:৪৪ ● ৩৮ বার পঠিত