কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে দুর্নীতি তদন্তে মাঠে দুদক

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে দুর্নীতি তদন্তে মাঠে দুদক
বুধবার ● ৩০ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের শিক্ষক নিয়োগে দুর্নীতি, বিপুল অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দিনভর কলেজে অবস্থান করে অনুসন্ধান চালায় দুদক, পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।

 

দলের নেতৃত্বে ছিলেন উপ-পরিচালক তানভির আহমেদ। তারা কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষক নিয়োগ ও অর্থসংক্রান্ত ফাইল পরীক্ষা করেন।

 

অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন দুদকের পরিদর্শনের সত্যতা স্বীকার করে বলেন, এসব অভিযোগ তার দায়িত্বকালীন নয়।

 

অভিযোগ রয়েছে, সাইক্লোন সেন্টার ও অধ্যক্ষ কোয়ার্টার বিক্রি করে ১৭ লাখ টাকা, এইচএসসি পরীক্ষা ফি’র প্রায় ৪ লাখ টাকা, অনার্স শাখার ৪০ লাখ টাকা, সরকারি অনুদানসহ আরও অন্তত ৭-৮টি প্রকল্পে অর্থ আত্মসাত করা হয়েছে। এসবের সঙ্গে সাবেক প্রতিমন্ত্রী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষা কর্মকর্তারা জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে।

 

২০২৩ সালের ২২ মার্চ শিক্ষার্থী মো. মিজানুর রহমান জনস্বার্থে পটুয়াখালী সিনিয়র স্পেশাল জজ আদালতে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ও দুদক আইনের ২৭ ধারায় মামলা দায়ের করেন।

 

এরপর ৪ এপ্রিল আদালত তদন্তের নির্দেশ দেয়। একপর্যায়ে মামলাটি স্থবির হলেও আবারও সক্রিয় হয়।

 

দুদকের উপ-পরিচালক তানভির আহমেদ বলেন, তদন্ত প্রায় শেষ। দ্রুত রিপোর্ট জমা দিয়ে প্রধান কার্যালয়ের নির্দেশে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:৩৭:০০ ● ১০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ