
সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুর উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় এক শিশু শিক্ষার্থীকে যৌ*ন নিপীড়নের অভিযোগ উঠেছে আদর্শগ্রাম নূরানী কিন্ডার গার্টেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার বিকেলে ওই শিশুটির পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।
মঙ্গলবার বিকেলে মাদরাসায় কোচিংয়ে পড়তে গেলে শিক্ষক শাহাদাৎ হোসেন ওই শিক্ষার্থীর ওপর যৌ*ন নিপীড়ন চালায় বলে দাবি শিশুটির মায়ের।
ওই শিশুর পরিবার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় মাদরাসার কোচিংয়ে ৪ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। এদের মধ্যে ২ শিক্ষার্থীকে ছুটি দিয়ে বাকি ২ জনকে মাদরাসায় রেখে দেয় অভিযুক্ত শিক্ষক। এদের মধ্যে একজন ছেলে ও ভুক্তভোগী ওই শিক্ষার্থী ছিল। অভিযুক্ত শিক্ষক ছেলেটিকে কৌশলে মাদরাসার রুম ঝাড়ু দিতে পাঠিয়ে ওই শিক্ষার্থীর ওপর যৌ*ন নিপীড়ন চালায়। এরপরে শিশুটিকে একটি কক্ষে তালা দিয়ে অন্যত্র চলে যায় অভিযুক্ত শিক্ষক। পরে শিশুটি চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে এবং উত্তেজিত লোকজন সেখানে ভাঙচুর চালায়।
স্থানীয়রা দাবি করেন, এর আগেও অভিযুক্ত ওই শিক্ষক কয়েকবার শিশু শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করেছে। এ বিষয়ে শিক্ষক শাহাদাৎ হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্ব শত্রুতার জেরে তারা আমাকে ফাঁসাতে এবং আমার প্রতিষ্ঠানকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে।
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। শিশুটির পরিবার মামলা করার প্রক্রিয়ায় রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক।