
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টায় উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বাবুগঞ্জের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান রাকিবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান, ভিপি জুয়েল, আসলাম খোকন, এইচএম লিমন, ইমন হোসেন, হানিফ তালুকদার লিটন, মাহমুদুল হাসান রুমন, আমিনুল ইসলাম উজ্জল, রাজিব খান, রিয়াজ শরীফ, রুবেল হোসেন (রহমতপুর), ফারুখ হোসেন (আগরপুর), শাহজুল ইসলাম (চাঁদপাশা), সবুজ হোসেন (মাধবপাশা), বরকত বিশ্বাস (দেহেরগতি), কামরুল ইসলাম (কেদারপুর) প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি একটি স্বচ্ছ রাজনৈতিক দল। শহীদ জিয়ার হাতে গড়া এই দল জনগণের ভালোবাসা পেয়েছে। বিএনপির জনপ্রিয়তা সহ্য করতে না পেরে একটি মহল ধারাবাহিকভাবে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে।
তারা আরও বলেন, ভবিষ্যতে এসব অপপ্রচারের বিরুদ্ধে যুবদল জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।
সভায় বক্তারা সম্প্রতি মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডেরও তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।