তদন্তে পুলিশ বগুড়ায় বিএনপি অফিসের দেয়ালে আ.লীগের পোস্টার!

হোম পেজ » রাজনীতি » তদন্তে পুলিশ বগুড়ায় বিএনপি অফিসের দেয়ালে আ.লীগের পোস্টার!
সোমবার ● ২৩ জুন ২০২৫


 

বগুড়ার শাজাহানপুরে বিএনপি অফিসের দেয়ালে লাগানো আওয়ামী লীগের পোস্টার।

সাগরকন্যা প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিএনপির কার্যালয়ের দেয়ালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে স্থানীয়রা বিএনপির অফিসের দেয়ালে ও আশপাশে পোস্টার দেখতে পান। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, গভীর রাতে পরিকল্পিতভাবে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা পোস্টার সাঁটিয়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।

তাদের ভাষ্য, সরকার ঘোষিত নিষিদ্ধ দল হিসেবে পরিচিত একটি রাজনৈতিক দলের পোস্টার বিএনপি অফিসে লাগানো সম্পূর্ণ উসকানিমূলক।

এ ঘটনায় দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির তৃণমূল নেতারা।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পোস্টারগুলো খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:৫২:৫৩ ● ৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ