চরফ্যাশনে শিক্ষিকার অনিয়মের বিরুদ্ধে তদন্ত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে শিক্ষিকার অনিয়মের বিরুদ্ধে তদন্ত
বুধবার ● ১২ জানুয়ারী ২০২২


চরফ্যাশনে শিক্ষিকার অনিয়মের বিরুদ্ধে তদন্ত

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার ১৬৯নং দক্ষিন চরআইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাকসুদা বেগমের বিরুদ্ধে অনিয়মের তদন্ত করা হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম সরেজমিন তদন্ত করেন।
জানাযায়, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বাদী হয়ে উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে সহকারী শিক্ষা অফিসার তদন্ত করেন।
অভিযোগে উল্লেখ রয়েছে ১৭ ফেব্রুয়ারী/২০ তারিখে রফিকুল ইসলাম যোগদান করতে গেলে তাকে খাতা দেয় নি। ওই দিন প্রধান শিক্ষকের অনুপস্থিতে মাকসুদা দায়িত্ব পালন করেন। প্রধান শিক্ষিকা নাসরিন জাহান বিদ্যালয়ে প্রায়ই অনুপস্থিত থাকেন। হাজিরা খাতায় সহকারী শিক্ষিকা মাকসুদা বেগম সই স্বাক্ষর দিয়ে থাকেন। বিষয়টি তৎকালিন সহকারী জেলা শিক্ষা অফিসারও অবগত রয়েছেন। সহকারী শিক্ষক রফিকুল ইসলামের অভিযোগ বিদ্যালয়ে সকলই মহিলা শিক্ষক ফলে বিভিন্ন সময় দায়িত্ব পালনকালে প্রধান শিক্ষকের সহযোগিতা নিয়ে ঝামেলা করতে চেষ্টা চালায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছরিন জাহান বলেন, বিদ্যালয় ভিজিটের জন্যে সহকারী শিক্ষা অফিসার আসছেন। তিনি বিদ্যালয় বিষয়ে সার্বিক খোঁজ খবর নিয়েছেন।
এই ব্যপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম’র অভিযোগের ভিত্তিতে তদন্ত করেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪১:৪৪ ● ৫৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ