বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
সোমবার ● ১৪ ডিসেম্বর ২০২০


বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


সাগরকন্যা ডেস্ক রিপোর্ট॥

সারাদেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে মহান শহীদ দিবস পালিত হয়েছে। সাগরকন্যা প্রতিনিধিদের পাঠানো খবর-

গলাচিপা (পটুয়াখালী): সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ। গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ওয়াহিদ বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যদের বক্তৃতা করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এসআরএম সাইফুল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল আহসান মিঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন, প্রশাসনিক কর্মকর্তা আ. মন্নান মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান, মুক্তিযোদ্ধা সামসুদ্দিন শানু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা আওয়ামী যুগ্ম সম্পাদক সর্দার মু. শাহ আলম, চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের বিশ^াস, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সিনিয়র সাংবাদিক খালিদ হাসান মিল্টন, নারী উন্নয়ন নেত্রী ফৌজিয়া বেগম প্রমুখ।

এ ছাড়া সোমবার সকাল ৬ টায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. মজিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মো. শাহ আলম জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, পৌর আওয়ামী লীগ নেতা সাজ্জাদ আহমেদ মাসুদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন,  উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. ধলা মাঝি, সাধারণ সম্পাদক মো. নুর সায়েদ মাতব্বর, গোলখালী ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাসির উদ্দিন প্যাদা, সাংবাদিক সঞ্জিব দাস প্রমুখ।

দশমিনা(পটুয়াখালী):

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সোস্যাল অ্যাক্টিভিষ্ট ফোরাম পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে দশমিনা উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সদর ইউনিয়ন পরিষদ চত্তর থেকে র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সদর ইউনিয়ন পরিষদ মিলিয়াতনে স্মরন সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহামুদ লিঠন, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য জাকির হোসেন ভুট্রু, উপজেলা আওয়ামী লীগ সদস্য মশিউর রহমান (ঝন্টু), সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রপ্ত সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন জোমাদ্দার, সেচ্ছা সেবক লীগের সাবেক সভাপতি তমিন উদ্দিন তমান জোমাদ্দার, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ মহাসিন জোমাদার  প্রমূখ।

বামনা ( বরগুনা)ঃ

বরগুনার বামনা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকারের সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু , সভায় বক্তব্য রাখেন শিক্ষক মো মাসুম বিল্লাহ, মুক্তিযোদ্দা তোফায়েল আহম্মেদ, ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক মোঃ হাবিবুর রহমান, রামনা ইউপি চেয়ারম্যান আঃ খালেক জোমাদ্দার, অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, উপজেলা স্বাস্হ্য কর্মকতা মোঃ মনিরুজ্জামান,আইসিটি কর্মকর্তা   ইমরান হোসেন প্রমুখ।

নেছারাবাদ (পিরোজপুর):

নেছারাবাদে সোমবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন। এসময় দিবসটির তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম কবির, সহকারি কমিশনার (ভূমি) মো. বশির গাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, ওসি আবির মোহাম্মদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, সাংবাদিক কাওসার তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেন ও উপজেলা আওয়ামীলীগ নেতা কাজী সাইফুদ্দিন তৈমুর প্রমুখ।

কলাপাড়া (পটুয়াখালী):

সোমবার কলাপাড়া উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী ও স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া সকাল ৬ টায় স্থানীয় আওয়ামীলীগ দলীয় কার্যালয় কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়।

পটুয়াখালী-৪, কলাপাড়া-১১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মুহিব্বুর রহমান মুহিব, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল অহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা, পৌর আওয়ামীলীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক অধক্ষ্য শহিদুল আলম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাছুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মীর তারিকুজ্জামান তারা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইদুর রহমান, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর মাহবুবুর রহমান, মহিপুর থানা যুবলীগের আহ্হায়ক মিজানুর রহমান বুলেট, উপজেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান, সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার প্রমূখ।

সবশেষ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আছর নামায়বাদ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশইমাম মাওলানা মো: মাছুম বিল্লাহ।

 

দুমকি (পটুয়াখালী)॥

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার (১৪ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর (প্রশাসনিক ভবন)’র সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ এবং কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। সকাল সোয়া ১০টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে একটি মৌণ মিছিল বের হয়ে বিশ^বিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলীসহ বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, প্রভোস্ট কাউন্সিলের কনভেনর, বঙ্গবন্ধু পরিষদ, পবিপ্রবি অফিসার্স এসোশিয়েসন, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগ, কর্মচারী পরিষদ প্রমুখ। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

এছাড়াও প্রেসক্লাব, দুমকিা সভাকক্ষে সকাল ১১টায় শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান, ইত্তেফাক প্রতিনিধি মো: জামাল হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি মো: হারুন অর রশিদ, বাংলাদেতশ সমাচার প্রতিনিধি মো: সোহাগ হোসেন, গণজাগরণ প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন, যায়যায়দিন প্রতিনিধি মো: আনিসুর রহমান মিন্টুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

 

 

 

এমআর

বাংলাদেশ সময়: ২০:১২:৪৪ ● ৩৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ