বাউফলে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা
রবিবার ● ২১ জুলাই ২০১৯


বাউফলে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা

বাউফল(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাউফল সরকারি কলেজে যৌন হয়রানি, মাদক, বাল্য বিয়ে এবং ইভটিজিং সহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কলেজ পড়–য়া শিক্ষার্থীদের করণীয় শীর্ষক এক স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুলাই) বেলা ১১ টার দিকে বাউফল সরকারি কলেজ অডিটরিয়ামে অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহাফুজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো, ফারুক হোসেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দোকার মোস্তাফিজুর রহমান, কলেজের শিক্ষক লুৎফর রহমান এবং শিক্ষার্থী সারা আক্তার।
অনুষ্ঠানে সহা¯্রাধিক শিক্ষার্থীসহ কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহাফুজুর রহমান বলেন, যে কোন পরিবারে একজন মাদকসেবী থাকলে তার পরিবারসহ পাশ্ববর্তী পরিবার এবং সমাজ ক্ষতিগ্রস্ত হয়। মাদক সমাজজের শান্তি-শৃংখলা ধংশ করে। নৈতিকতার স্খলণ ঘটায়। শিক্ষার্থী তরুন ও যুবকদের এই ধংশের হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে। প্রধান অতিথি বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। অভিভাবকদের সচেতনতার অভাবেই বাল্য বিয়ে হচ্ছে। এর থেকে পরিত্রাণ পেতে বাল্য বিয়ের কুফলগুলো অভিভাবকদের বুঝয়ে বলতে হবে। তবেই তারা সচেতন হবে। এসময় তিনি মেয়ে শিক্ষার্থীদের রাস্তাঘাটে চলাচলে যে কোন ধরণের ইভটিজিংয়ের শিকার হলে সাথে সাথে পুলিশকে জানানোর আহবান জানান। পুলিশ এই ধরণের সামাজিক অপরাধ প্রতিরোধে সর্বদা সজাগ রয়েছে।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৭:৫৩ ● ৪২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ