বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগ দাবীতে সড়কপথ অবরোধ

প্রথম পাতা » রংপুর » বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগ দাবীতে সড়কপথ অবরোধ
শনিবার ● ৬ জুলাই ২০১৯


বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগ দাবীতে সড়কপথ অবরোধ

দিনাজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে স্থানীয় অভিজ্ঞ শ্রমিকরা নিয়োগের দাবীতে সড়কপথ অবরোধ কর্মসুচী পালন করে।

আন্দোলন এর ফলশ্রুতিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ১৫৪ জন অভিজ্ঞ শ্রমিকের মধ্যে চলতি বছরে ৮ এপ্রিল ২৪ জন শ্রমিককে নিয়োগে অনুমতি প্রদান করে। এতে স্থানীয় স্বার্থনেশী মহল নিয়োগে বাঁধা প্রদান করলে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে। অভিজ্ঞ শ্রমিকদের কর্মস্থল না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

এ সময় বড়পুকুরিয়া আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, স্থানীয় ১৫৪জন অভিজ্ঞ শ্রমিক কে নিয়োগে প্রক্রিয়া সম্পর্ন না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১৬:০০ ● ৪১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ