গলাচিপায় এসডিজি বাস্তবায়নে কর্মশালা

প্রথম পাতা » সর্বশেষ » গলাচিপায় এসডিজি বাস্তবায়নে কর্মশালা
বৃহস্পতিবার ● ২ মে ২০১৯


গলাচিপায় এসডিজি বাস্তবায়নে কর্মশালা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

গর্ভনেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রী কার্যালয় এর সহযোগিতায়  গলাচিপায় স্থানীয় পর্যায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়ন শীর্ষক একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২ মে) সকাল ৯ টায় উপজেলা অফিসার্স ক্লাবে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো, মামুনুর রশিদ (উপ সচিব)। প্রধান বক্তা হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন করেন গলাচিপা উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মু. শাহিন শাহ্।
কর্মশালায় বর্তমান সরকারের এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল্ড) লক্ষ্য অর্জনে এবং আওয়ামী লীগ সরকারের গত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়ন করার লক্ষ্যে উপজেলার সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সমাজ সেবক, ব্যবসায়ী, ইউপি সচিব, এনজিও কর্মী ও  বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রায় শতাধিক প্রতিনিধি নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ২০১৬-২০৩০ সাল পর্যন্ত এসডিজি বাস্তবায়নে তৃণমুল পর্যায়ে সরকারের ৩৯টি সূচকের সাথে জেলা পর্যায়ে ১ টি করে উন্নয়ন অগ্রাধিকার সূচক চিহ্নিত করার লক্ষ্যে এই উপজেলার কর্মশালায় ৮টি গ্রুপে ১১ জন করে এলাকার কর্ম পরিকল্পনা প্রণয়ণ বাস্তবায়ন, বাধা এবং উত্তোরণ সহ সুপারিশ সমূহ দাখিল করা হয়।
কর্মশালায় দিক নির্দেশনা মূলক টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়ন বিষয়ে ধারণা উপস্থাপনা করেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মামুনুর রশিদ (উপসচিব) ও উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম।

এসআর/এমআর

বাংলাদেশ সময়: ১২:৫২:০৮ ● ৪৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ