স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

হোম পেজ » গণমাধ্যম » স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬


 

স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবের ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে এম. ইসলাম জাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে আজিজুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন।

 

অন্যান্য পদে সহসভাপতি হিসেবে সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান মিলন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ডা. মো. ওবাইদুল নির্বাচিত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের কার্যালয়ে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে নতুন কমিটি চূড়ান্ত করা হয়।

 

সভায় উপস্থিতরা বলেন, স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সামাজিক দায়বদ্ধতা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর হবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।

 

সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় তারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৪৪ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ