মহিপুরের নিখোঁজ কৃষিবিদ শহীদুল ইসলামের মরদেহ উদ্ধার

হোম পেজ » লিড নিউজ » মহিপুরের নিখোঁজ কৃষিবিদ শহীদুল ইসলামের মরদেহ উদ্ধার
শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬


 

কৃষিবিদ শহীদুল ইসলাম। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বাসের টিকেট কেটে এরপর থেকে নিখোঁজ ছিলেন কৃষিবিদ শহীদুল ইসলাম। বুধবার রাতের এ ঘটনার পর তার লাশ শুক্রবার রাতে মাদারীপুরের শিবচর থেকে উদ্ধার হয়। তবে আজ শনিবার দুপুরে নিহতের পরিবার সনাক্ত করার পর শহীদুল ইসলামের লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করে শিবচর থানা পুলিশ।

শহীদুল ইসলাম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার সেরাজপুর গ্রামের বাসিন্দা। তিনি গত ২১ জানুয়ারি বুধবার রাতে ঢাকা থেকে বরিশাল শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তার পরিবারের বক্তব্য, বুধবার রাত সাড়ে ১২টার দিকে তার মোবাইল ফোনের লোকেশন অনুযায়ী ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় অবস্থান সনাক্ত করা হয়েছিল।

মাদারীপুরের সহকারি পুলিশ সুপার সালাহউদ্দিন জানিয়েছেন, শুক্রবার রাতে লাশ উদ্ধার করা হলেও আজ শনিবার দুপুরে নিহতের পরিবার লাশ সনাক্ত করেছে। লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর শিবচর থানার ওসি সফিকুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্টে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এখনো পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তবে মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

শহীদুল ইসলামের বন্ধু কামাল হাসান রনি বলেন, বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে বাসের টিকেট কাটার পর থেকে তাকে ফোনে পাওয়া যায়নি।

জানা গেছে, শহীদুল ইসলাম বিদেশি একটি কৃষি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

তার নিখোঁজ থাকা ও মরদেহ উদ্ধার সংক্রান্ত খবরের পর মহিপুর-কুয়াকাটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৫:১২:৩৪ ● ৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ