লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানির জামিন

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানির জামিন
মঙ্গলবার ● ২২ জানুয়ারী ২০১৯


---

লক্ষ্মীপুর সাগরকন্যা প্রতিনিধি॥
নির্বাচনী সহিংসতার মামলায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জামিন পেয়েছেন। মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতদের বিচারক মো. শাহে নূর তাকে জামিন দিয়েছেন বলে এ্যানির আইনজীবী সৈয়দ শামছুল আলম জানান।
গত ২৪ ডিসেম্বর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনী গণসংযোগের সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় দুই পুলিশ সদস্যসহ বিএনপির ২৫ জন এবং আওয়ামী লীগের ছয়জন আহত হন। এ ঘটনায় ২৫ ডিসেম্বর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ্যানি ও তার ভাই হ্যাপী চৌধুরীসহ বিএনপি, যুবদল-ছাত্রদল ও অঙ্গসংগঠনের ১৪৬ নেতাকর্মী এবং অজ্ঞাত পরিচয় আরও ২০০ নেতাকর্মীকে এজাহারে আসামি করা হয়। এ্যানির আইনজীবী শামছুল বলেন, গত ২৬ ডিসেম্বর উচ্চ আদালত চার সপ্তাহের জন্য এ্যানির জামিন মঞ্জুর করে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমপর্ণের নির্দেশ দেন। দুপুরে এ্যানি ও তার ভাই হ্যাপী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিন দেন

এফএন/এনইউবি

বাংলাদেশ সময়: ১৩:৩১:৫৮ ● ৫৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ