কলাপাড়ায় পালিত হলো মাইটিভির ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী

প্রথম পাতা » গণমাধ্যম » কলাপাড়ায় পালিত হলো মাইটিভির ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী
সোমবার ● ১৫ এপ্রিল ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
বর্ণাঢ্য র‌্যালি, মিলাদ, আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে দর্শক নন্দিত বেসরকারী টেলিভিশন চ্যানেল মাই টিভির দশম প্রতিষ্ঠা বার্ষিকী। সোমবাব বেলা এগারটায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল হাওরাদার, রাঙ্গাবালী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এনামুল হক লিটু, কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলাপাড়া প্রতিনিািধ সাইফুল ইসলাম রয়েল। দোয়া মোনাজাত পরিচালনা করেল দৈনিক কলমেরকন্ঠ প্রতিনিধি ফোরকানুল ইসলাম। পরে কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টি মুখ করানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ কলাপাড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৫৯ ● ৫৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ