নাটোরে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নাটোরে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক
সোমবার ● ৮ এপ্রিল ২০১৯


নাটোরে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

নাটোর সাগরকন্যা প্রতিনিধি॥

নাটোরের গুরুদাসপুর থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য রিপন আলীকে (২৩) আটক করেছে র‌্যাব-৫।
সোমবার (৮ এপ্রিল) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে তার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটককৃত রিপন আলী একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
র‌্যাব-৫ সিপিসি ২ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রিপন আলীর বাড়ীতে অভিযান চালায় র‌্যাবের একটি টিম। এ সময় রিপন আলীর ঘর তল্লাশী করে তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ৫টি সিম কার্ড জব্দ করে। পরে মোবাইল ফোন থেকে বেশ কয়েকটি প্রশ্নপত্রের স্কিনশর্ট জব্দ করা হয়। আটককৃত রিপন আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এলএবি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৪৫ ● ৫৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ