দেড় বছর পর জায়েদ খান

প্রথম পাতা » বিনোদন » দেড় বছর পর জায়েদ খান
সোমবার ● ২৫ মার্চ ২০১৯


---

সাগরকন্যা বিনোদন ডেস্ক॥  

২০১৭ সালের ১৫ ডিসেম্বরে এসেছিল ‘অন্তর জ¦ালা’ চলচ্চিত্র। ছবিটি প্রশংসিত ও ব্যবসাসফল হয়।
এর প্রায় দেড় বছর পর আসছে তার নতুন চলচ্চিত্র, ‘প্রতিশোধের আগুন’।
আগামী ৫ এপ্রিল মুক্তি পাচ্ছে জায়েদ খান-মৌ জুটি অভিনীত এ চলচ্চিত্র। বিষয়টিনিশ্চিত করেছেন ছবির নায়ক জায়েদ খান।
ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ আসলাম।
গত ৩১ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় ‘প্রতিশোধের আগুন’।
জায়েদ খান বলেন, ‘খুব সুন্দর একটি গল্পে ছবিটি নির্মিত হয়েছে। এতে আমাকে অন্যভাবে দর্শকরা পাবেন। রোমান্টিক ধরনের এ ছবিতে অ্যাকশনের আঁচও থাকছে। দর্শক পছন্দ করবেন বলে প্রত্যাশা করছি।’
নতুন জুটি প্রসঙ্গে জায়েদ বলেন, ‘ইন্ডাস্ট্রিতে নতুন মুখ দরকার। অনেকে আসছেনও। তাদের ভিড়ে মৌ নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন। আশা করি তার অভিনয় দর্শকদের ভালো লাগবে।’
ছবিটি কতগুলো প্রেক্ষাগৃহে আসছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রযোজক শতাধিক হলে ছবিটি মুক্তি দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
‘প্রতিশোধের আগুন’ ছবিতে জায়েদ-মৌ ছাড়া আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, ড্যানি সিডাক, রেবেকা প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:১৬:২২ ● ৬৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ