পানামার সাবেক প্রেসিডেন্ট মার্টিনেলির ২১ বছরের কারাদ- হতে পারে

প্রথম পাতা » বিশ্ব » পানামার সাবেক প্রেসিডেন্ট মার্টিনেলির ২১ বছরের কারাদ- হতে পারে
শনিবার ● ২৩ মার্চ ২০১৯


---

সাগরকন্যা আন্তর্জাতিক ডেস্ক॥

পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেলির ২১ বছরের জেল হতে পারে। ক্ষমতায় থাকাকালে বিরোধী রাজনৈতিক নেতা, সাংবাদিক ও ব্যবসায়ী নেতাদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হলে তাকে এ সাজা দেয়া হবে। গত শুক্রবার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা একথা জানান। মার্টিনেলি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। প্রসিকিউটর রিকোউরতে গঞ্জালেজ বলেন, মার্টিনেলি ক্ষমতায় থাকাকালে বিরোধী মতকে দমনে গুপ্তচরবৃত্তির জন্য ‘রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেন।’ তিনি ওই সময়ে প্রায় ১শ ৫০ ব্যক্তির টেলিফোনসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যম অবৈধভাবে ট্যাপ করেন। যদিও মার্টিনেলির আইনজীবী এটর্নী কার্লোস ক্যারিলো বলেন, এইসব অভিযোগের সাথে মার্টিনেলির সম্পৃক্ততা প্রমাণ করা অসম্ভব। সূত্র : এএফপি

বাংলাদেশ সময়: ১৫:০৫:০৪ ● ৪৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ