গলাচিপায় ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রথম পাতা » সর্বশেষ » গলাচিপায় ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
শুক্রবার ● ২২ মার্চ ২০১৯


---

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
সামুদ্রিক ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানাবিধ প্রাকৃতিক দূযোর্গ মোকাবেলায় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আর্থিক সহায়তায় এবং গলাচিপা ঘূর্ণিঝড় প্রস্তুত কর্মসূচি (সিপিপি) এর ব্যবস্থাপনায় শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন, সিপিপি’র সহকারি পরিচালক এ.কে.এম মাহতাবুল বারী। প্রধান অতিথি ও শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন, উপজেলার সিপিপি টিম লিডার আবু হেনা শোয়েব (আশিষ ঢালী) ও ইউনিয়ন টিম লিডার মো. দেলোয়ার হোসেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সিপিপি’র ট্রেইনার কুতুব উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবু হেনা শোয়েব (আশিষ ঢালী)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন। কর্মশালায় গলাচিপা সদর ইউনিটের প্রায় ৫৩ জন পুরুষ ও নারী সদস্যরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম বলেন, সকল প্রকার প্রাকৃতিক, সামাজিক ও মানবসৃষ্ট দূর্যোগকালীন সময়ে স্বেচ্ছাসেবকরা মানুষের কল্যাণে এবং জীবন সম্পদ রক্ষার্থে যে অবদান রাখছে তা আজ বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। তিনি মানবতার সেবায় এবং সকল প্রকার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস মোকাবেলায় সকল স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিয়ে পরবর্তী সময়ে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানুষের বিপদ আপদে পাশে থাকার আহ্বান জানান। এছাড়া তিনি ২ দিন ব্যাপী প্রশিক্ষণের সফলতা কামনা করে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪:২৩:৩৫ ● ৭১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ