গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন
সোমবার ● ১৪ এপ্রিল ২০২৫


---

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বরিশালের গৌরনদীতে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় ও বর্ষবরণ সংগীতের মাধ্যমে দিবসের সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবদুল্লাহ খান।
পরে উপজেলা চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা শিশু পার্কে সাংস্কৃতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, ইউএনও’র সহধর্মিনী অ্যাড. ফাতিমা আক্তারসহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীবাসীকে শুভেচ্ছা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল্লাহ খান বলেন, “এই আয়োজন আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে। নতুন বছরে সাম্য, শান্তি ও অগ্রগতির প্রত্যাশায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।”

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:৩৯ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ