দুমকিতে আ‘লীগ নেতা ও কলেজ শিক্ষক আটক

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে আ‘লীগ নেতা ও কলেজ শিক্ষক আটক
রবিবার ● ৬ এপ্রিল ২০২৫


দুমকিতে আ‘লীগ নেতা ও কলেজ শিক্ষক আটক

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে উপজেলা আ‘লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো: রেজাউল হক রাজন ও মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক মো: ফরিদ উদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার আঙ্গারিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আ‘লীগ নেতা রেজাউল হক রাজনকে এবং রবিবার দুপুেের মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজ থেকে ফরিদ আহম্মেদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্র জানায়, মির্জাগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুর মামলায় আ‘লীগ নেতা রেজাউল হক রাজনকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপর আসামি ফরিদ আহম্মেদ মোল্লাকে দুমকি উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের মামলায় গ্রেফতার করে রবিবার বিকেলে পটুয়াখালী চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে সোপর্দ্দ করা হয়। দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিৎ করেছেন।

এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৩:০৫ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ