নেছারাবাদে চুরি ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে চুরি ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
মঙ্গলবার ● ১ এপ্রিল ২০২৫


নেছারাবাদে চুরি ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে চুরি ও গৃহবধুকে ধর্ষনের অভিযোগে হৃদয় হালদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে ধর্ষণের শিকার গৃহবধু নিজেই বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। হৃদয় হালদার উপজেলার কাটাপিটানিয়া গ্রামের রতন হালদারের ছেলে।

ধর্ষনের শিকার গৃহবধু জানান, গত ২১ মার্চ রাতে হৃদয় হালদার কোন এক সুযোগে  আমাদের খাবারের সাথে চেতনা নাশক মিশিয়ে দেয়, আমার স্বামী সন্তান খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, আমার শারীরিক অসুস্থতার কারণে খাবার না খেয়েই ঘুমাতে যাই, এই সুযোগে হৃদয় ঘরের পেছন দিক থেকে সিঁধ কেটে প্রবেশ করে আমার কাছে  টাকা ও স্বর্নালংকার চায়। আমি হৃদয়কে চিনতে পারায় ডাক চিৎকার দিতে গেলে আমাকে লাঠি দিয়ে আঘাত করে।  আমি ভয়ে ব্যাগে থাকা টাকা দিয়ে দেই এবং আমাকে কুপ্রস্তাব দেয়। আমি রাজী না হওয়ায় হৃদয় আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে পাশের ঘরের লোকজন সেহরি খেতে ওঠে আমাকে ঘরের বাইরে বস্ত্রহীন অবস্থায় পায় এবং আমার স্বামীকে টয়লেটে পায়।
ধর্ষনের শিকার গৃহবধুর স্বামী জানান, আমাদের চেতনা ফিরে আসলে এলাকাবাসীর সহযোগিতায় আমার স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। হৃদয় বখাটে হওয়ায় এবং লোক লজ্জার ভয়ে থানায় মামলা করিনি। কিন্তু হৃদয় অনবরত আমাদের জীবন নাশের হুমকি দিতে থাকায় বিষয়টি এলাকাবাসীকে জানাই। সোমবার সন্ধ্যায় স্থানীয়রা হৃদয়কে আটক করে গ্রাম পুলিশ দীপেন সরকারের মাধ্যমে থানায় খবর দিলে  পুলিশ ঘটনাস্থল থেকে হৃদয়কে গ্রেফতার করে।
গ্রাম পুলিশ দীপেন সরকার বলেন, ভুক্তভোগী পরিবার লোকলজ্জার ভয়ে মামলা করতে যায়নি। কিন্তু হৃদয় প্রতিনিয়ত প্রান নাশের হুমকি দিতে থাকায় এলাকাবাসী হৃদয়কে আটক করে আমাকে খবর দিলে আমি থানায় খবর দেই। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।
নেছারাবাদ থানার ওসি মোঃ বনি আমিন বলেন, ঘটনার বিষয় মামলা প্রক্রিয়া দিন আছে। ধর্ষণের অভিযোগে হৃদয় নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৪:০২ ● ৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ