কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
বুধবার ● ২৬ মার্চ ২০২৫


কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে যথাযোগ্য মর্যদার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বুধবার সকালে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি কে. জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ প্রদর্শিত হয়। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন।
দিবসটি উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। একই স্থানে পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া মাহফিল, প্রীতি ফুটবল খেলা আয়োজন করা হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন ফুল দিয়ে দিবসটির যাত্রা শুরু করেন এবং এর পরে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ডকাউন্সিলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে  পুস্পস্তবক অর্পন করেন।

 

 

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৮:০৭ ● ১২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ