দুমকিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল নেতা বহিষ্কার

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল নেতা বহিষ্কার
মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫


দুমকিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল নেতা বহিষ্কার

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব’কে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (১৮ই মার্চ) কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত যুবদল নেতার নাম রিপন শরীফ। তিনি দুমকি উপজেলা যুবদলের বর্তমান কমিটির সদস্য সচিব।
বহিষ্কারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমানের অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ বহিষ্কার কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, একই বিজ্ঞপ্তিতে একই অভিযোগে কুমিল্লা উত্তর জেলা যুবদলের আওতাধীন দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারকেও প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৯:০৮ ● ৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ