বামনায় দেশীয় অস্ত্রসহ ৪ডাকাত গ্রেফতার

প্রথম পাতা » বরগুনা » বামনায় দেশীয় অস্ত্রসহ ৪ডাকাত গ্রেফতার
শুক্রবার ● ৭ মার্চ ২০২৫


বামনায় দেশীয় অস্ত্রসহ ৪ডাকাত গ্রেফতার

বামনা ( বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের  উত্তর গুদীঘাটা (ঠুডাখালী)গ্রামের বেরিবাধের পাশে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে   ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এলাকার লোকজন  চার ডাকাতকে আটক করে বামনা থানা পুলিশকে খবর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এসময় তাদের কাছে  দেশীয় অশ্র দা রানদা, আদর,চোরা  পাওয়া যায়।
আটককৃত ডাকাতরা হলো  বরগুনার জেলার বেতাগী উপজেলার সরিষামুড়ী গ্রামের আঃ খালেকের পুত্র  মোঃ হোছেন (৩৫),
বরগুনা সদর উপজেলার  কেওড়াবুনিয়া গ্রামের সেলিমের পুত্র মোঃ রাজু (৩৫), বরগুনা সদরের খারাকান্দা গ্রামের  আঃ গনির  পুত্র মোঃ   ইয়াসিন (৩২) ও মোঃ শাহজালাল (৩৫)।
বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ বলেন এরা নদী পথে এসে ভিবিন্ন এলাকায়  ডাকাতি করে। তাদের বিরুদ্বে ডাকাতি মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করা হয়েছে।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৭:৪১ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ