কাউখালীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
শুক্রবার ● ৭ মার্চ ২০২৫


কাউখালীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানাকাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে পিরোজপুরের কাউখালীর দক্ষিণ বাজারে মুদি,মাছ বাজা,সবজি বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। অতিরিক্ত দাম রাখা, মূল্যতালিকা না টানানোসহ নানা অভিযোনে ৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
শুক্রবার(৭ মার্চ ) সকালে উপজেলার কাউখালী দক্ষিন বাজারে বিভিন্ন মুদিদোকান ও হোটেলে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী থানা পুলিশ তাদের সহযোগিতা করে।
জানা গেছে, রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ও  বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর উপজেলার দক্ষিন বাজার অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে দক্ষিন বাজারের সরল ষ্টোরকে ২ হাজার টাকা এবং মহিউদ্দিন ষ্টোরকে ২হাজার টাকা, পান্না হোটেলকে ১হাজার টাকা এবং দুলাল হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবর শুনে বাজারের অধিকাংশ দোকান ব্যবসায়ীরা বন্ধ করে চলে যান।
অপরদিকে শুক্রবার দুপুরে কাউখালী উপজেলা প্রশাসন বাজারে অভিযান চালিয়েছে। সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে অভিযান চালানো হয় দক্ষিণ বাজারে দুটি প্রতিষ্ঠানে  এ সময় এক হাজার পাচঁ’শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১৮:১৭ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ