বামনায় সাংবাদিক নির্ঝর বিশ্বাসের পরলোক গমন

প্রথম পাতা » বরগুনা » বামনায় সাংবাদিক নির্ঝর বিশ্বাসের পরলোক গমন
সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৫


বামনায় সাংবাদিক নির্ঝর বিশ্বাসের পরলোক গমন

বামনা(বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়নের আমতলী নিবাসী মৃত্যু নিকর রঞ্জন বিশ্বাস এর পুত্র এবং বামনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নির্ঝর কান্তি বিশ্বাস ননী বুধবার রাত পৌণে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ও হাসপাতালে পরলোক গমন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ননী বিশ্বাস বামনা উপজেলায় প্রায় তিন যুগের বেশি সময় কালীন সততার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তার মৃত্যুর পুর্ব পর্যন্ত তিনি দৈনিক আমার সংবাদ ও দৈনিক খোলা কাগজের বামনা উপজেলা প্রতিনিধি এবং সাহেববাড়ী বাজারের বন্ধুজন মোবাইল টেলিকম-এর স্বত্বাধিকারী হিসেবে কর্মরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তার পারিবারিক শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।
উল্লেখ্য তিনি গত সোমবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাৎক্ষণিক বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ও হাসপাতালে প্রেরণ করে।
তার মৃত্যুতে বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, জামায়াতে ইসলামী বামনা উপজেলার আমির হাফেজ মাওলানা মোঃ সাইদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুর রব মুর্তাজা আহসান, বেগম ফায়জুন্নেসা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমান, বামনা প্রেসক্লাবের সভাপতি, সাধারন সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বামনা উপজেলা সভাপতি মোঃ নাসির মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান মান্না, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রেজা ফয়সাল, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির সিকদারসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

 

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৮:৩৫ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ