দুমকিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৫

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৫
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৫


দুমকিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৫

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর অনুসারি বিএনপির কর্মী-সমর্থকের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত: ৫জন আহত হয়েছে। গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল সারে দশটায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসের মুক্ত বাংলা  চত্ত্বরে এ হামলা সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
ক্যাম্পাস সুত্রে জানাযায়, আগামী ২৬ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় দিবসের প্রস্তুতিমূলক সভায় যোগদিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ওই সময় পবিপ্রবির ক্যাম্পাসে আসেন। এসময় উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল, মতিউর রহমান দিপুর নেতৃত্বে ত তাদের অনুসারি নেতা-কর্মী ও সমর্থকরা মুক্তবাংলা চত্ত্বরে তাকে (আলতাফ চৌধুরী)স্বাগত জানাতে জমায়েত হন। প্রোগ্রামে দাওয়াত না করায় ক্ষুব্ধ একই গ্রুপের আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে বেল্লাল, রাসেল, বাবুলসহ ১০/১৫ জনের একটি গ্রুপ লাঠিশোটা, চাপাতিসহ ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মিক হামলা চালালে দু’গ্রুপে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত: ৫জন আহত হয়। এদের মধ্যে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম ৫২), বিএনপি নেতা জসিমউদদীন হাওলাদার (৫০), মতিউর রহমান দিপু (৪৮)কে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ইব্রাহিমের অবস্থা অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এঘটনায় মতিউর রহমান দিপু বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। দুুমকি থানার ওসি মো: জাকির হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিৎ করেছেন।
অভিযুক্ত আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে অনাকাঙ্খিত সহিংসতার ঘটনাটি ঘটেছে।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান বলেন, আলতাফ হোসেন চৌধুরীর পবিপ্রবির ক্যাম্পাসে আগমন সম্পর্কে আমরা (উপজেলা বিএনপি) কিছুই জানিনা। হামলা সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্খিত ও দুঃখজনক।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী সংঘর্ষের ঘটনাটিকে অনাকাঙ্খিত ও দুঃখ জনক মন্তব্য করে বলেন, তদন্ত হচ্ছে, অভিযুক্তদের শাস্তি পেতে হবে।

এমআর

বাংলাদেশ সময়: ২১:২৪:১৯ ● ৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ