পটুয়াখালীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় জেলে নিখোঁজ, আহত ১

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় জেলে নিখোঁজ, আহত ১
শুক্রবার ● ১৫ মার্চ ২০১৯


প্রতীকী ছবি

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর বাউফলে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় জেলে নৌকা ডুবি ঘটনায় জুয়েল বয়াতি (৩০) নামে এক জেলে নিখোঁজ ও দুই জেলে আহত হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার বাদামতলা এলাকায় তেতুলিয়া নদীতে এ দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিখোঁজের পিতা উপজেলার মমিনপুর এলাকার আলী হোসেন বয়াতী বাউফল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডি নং ৭৩০। তারিখ:১৫.৩.২০১৯।
নিখোঁজ জুয়েলের পিতা আলী হোসেন জানান, শুক্রবার ভোর রাত চারটার সময় ঢাকা থেকে কালাইয়াগামী যাত্রীবাহী লঞ্চ বন্ধন-৫ তাদের মাছ ধরা ইঞ্জিন চালিত ট্রলারে ধাক্কা দিলে দুই জেলে অহতাবস্থায় সাঁতরে তীরে উঠে আসে। এ ঘটনার পর থেকে জুয়েল নিখোঁজ রয়েছে। স্থানীয়ভাবে নদীতে খোজাখুজি করে তাকে এখনও পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় জেলে জুয়েল নিখোঁজ রয়েছে।  এ ঘটনায় ওই জেলের বাবা আলী হোসেন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১০:১৭:৩৩ ● ১০৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ