কুয়াকাটায় ৪৬কেজির পাখি মাছ ৯হাজার টাকায় বিক্রি

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় ৪৬কেজির পাখি মাছ ৯হাজার টাকায় বিক্রি
বুধবার ● ৯ অক্টোবর ২০২৪


কুয়াকাটায় ৪৬কেজি ওজনের পাখি মাছ ৯হাজার টাকায় বিক্রি

কুয়াকাটায় ৪৬কেজির পাখি মাছ ৯হাজার টাকায় বিক্রি

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কুয়াকাটা মৎস মার্কেটে বিশাল একটি পাখি মাছ বিক্রির জন্য নিয়ে আসেন পাথরঘাটার জেলে সোহেল রানা।  ৪৬ কেজি ওজনের এই মাছটি তার জালে ধরা পরেছে।
বুধবার (০৯ অক্টোবর)  সকালে  কুয়াকাটা আড়তে  নিয়ে আসলে এসময় এ মাছটি দেখতে ভীড় করেন উৎসুক জনতা।
জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে মোঃ হাসান নামের এক মাছ ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে মাছটি  ৯ হাজার ২’শ টাকায় কিনে নেন।
জেলে সোহেল বলেন , এই প্রজাতির মাছ এখন কম ধরা পরছে।  মাছগুলি বেশ শক্তিশালী আমার কাছে মনে হয়। আগে সাগরে আরো বেশি ধরা পড়ত এই মাছ।  সকালে কুয়াকাটা এই বাজারে নিলামের মাধ্যমে বিক্রি করেছি।
কলাপাড়া উপজেকলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস জেলেরা এটিকে (পাখি মাছ) বলে থাকে। এই মাছগুলো গভীর সমুদ্র থাকে। ঘণ ঘণ সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূললে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি আরো বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৫৫ ● ৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ