দেবহাটার ইউএনও’র সাথে সহকারী শিক্ষক সমিতির মতবিনিময়

প্রথম পাতা » খুলনা » দেবহাটার ইউএনও’র সাথে সহকারী শিক্ষক সমিতির মতবিনিময়
বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৪


দেবহাটার ইউএনও’র সাথে সহকারী শিক্ষক সমিতির মতবিনিময়

দেবহাটা (সাতক্ষীরা) সাগরকন্যা প্রতিনিধি॥

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং: এস-১২০৬৮) উপজেলা শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার বেলা ২টা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আহ্বায়ক গোলাম ফারুক, সদস্য সচিব রুহুল আমিন গাজী, সদস্য যথাক্রমে মাগফি আজম, আবু সাইদ শিমুল, সাইফুল্লাহ-আল-তারিক, সৈয়দ আশরাফুল আলম, অরুপ কুমার পাল প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিক্ষক হল জাতি গড়ার কারিগর। তাই শিক্ষকদের উচিত ন্যায় ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করা। কিন্তু বর্তমান অনেক প্রতিষ্ঠানে দেখা যায় শ্রেণি কক্ষে শিক্ষক ঠিকমত পাঠদান করেন না। অনেকে ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন কাজের নামে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। শিক্ষক যদি তার দায়িত্বের জায়গা থেকে সরে আসেন তাহলে জাতী খুব খারাপের দিকে যেতে থাকবে। তাই ন্যায়ের সাথে সুশিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষকদের মধ্যে সংগঠনের দরকার আছে সেটি নিজের দায়িত্ব পালন শেষে। তাই আপনাদের কাছে প্রত্যাশা করবো একটি শিক্ষিত জাতী ও সমাজ গড়তে বিশেষ ভূমিকা রাখবেন।


কেই/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২১:২০ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ