ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥
দীর্ঘ ১৬বছর পর ছাতক উপজেলা জামায়ায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গত বোববার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলীর সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি হাফিজ জাকির হোসাইনের পরিচালনায় অনুষ্টিত সিরাতুনবী (সাঃ) মাহফিলের প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তুফায়েল আহমদ খাঁন। প্রধান বক্তা শাবিপ্রবি অধ্যাপক ড. ফয়জুল হক। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, মাওলানা আব্দুস ছোবহান, সাবেক উপজেলা আমীর মাওলানা জালাল উদ্দীন, মাওলানা মখছুছুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, ওবাইয়াদুর রহমান শাহীন, কমিউনি নেতা সুলতান আহমদ, জেলা শিবিরের সভাপতি মনিরুজ্জামান পিয়াস, পৌর আমীর নোমান আহমদ, খেলাফত মজলিস নেতা আলমাস আলী ও মাওলানা আব্দুল হাই। অনুষ্টিত মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার নায়েবে আমীর সৈয়দ মনছুর আহমদ, সহ সেক্রেটারী আবদুল আউয়াল, আনু মূসা রাসেল, ছাত্র শিবিরের সভাপতি আবদুল মুমিন, রবিউল ইসলাম, ফাহিম আহমদ, এমদাদুল ইসলাম, ব্যবসাবায়ী আব্দুল হাই আযাদ, কে এম ফরিদ উদ্দিন, মাওলানা সালাহ উদ্দিন, হোসাইন আহমদ লনি মেম্বার, জাবেদ আহমেদ, নাছির উদ্দিন ও আরাফাত আহমদ রাহাত প্রমুখ।
সিরাতুনব্বী মাহফিল শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে দিশারী শিল্পী গোষ্ঠী, সিলেট। বক্তারা বলেন, সিরাতুনব্বী মাহফিলে আজ আমরা প্রকাশ্যে কথা বলতে পারছি এর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। জিহাদ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, কোনো ব্যক্তিস্বার্থের জন্য নয়।’ আমরা সবাইকে নিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো দারিদ্র্য থাকবে না, ক্ষুধামুক্ত, ভয়ভীতিমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ দেখতে চাই। বর্তমানে দেশে একটি শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। এই শান্তির পরিবেশকে অরাজকতার পরিবেশে সৃষ্টি করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। এই অরাজকতার পরিবেশ যাতে তৈরি করতে না পারে, এ জন্য আমাদের সবকর্মীকে একতাবদ্ধ থেকে এ অপশক্তিকে প্রতিহত করতে হবে।
এএমএল/এমআর