গৌরনদীতে গ্রীল কেটে দুর্ধর্ষ ডাকাতি

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে গ্রীল কেটে দুর্ধর্ষ ডাকাতি
শুক্রবার ● ৬ সেপ্টেম্বর ২০২৪


গৌরনদীতে গ্রীল কেটে দুর্ধর্ষ ডাকাতি

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর নাঠৈ গ্রামের আলহাজ¦ আবদুস ছত্তার সরদারের বসত ঘরে বৃহস্পতিবার ভোররাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সশস্ত্র ডাকাতরা নগদ ৩৪হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও ২টি মোবাইল ফোনসহ ৮লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ডাকাতকবলিত গৃহকর্তা আব্দুস ছত্তার সরদার জানান, সংঘবদ্ধ সশস্ত্র ৫/৬ জন ডাকাত বুধবার দিবাগত রাত আডাইটার দিকে তার দালানের (গৃহে) জানালার গ্রীল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর ডাকাতরা গৃহকর্তা ও গৃহকত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ১টি আলমিরা ভেঙ্গে নগদ ৩৪ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও ২টি মোবাইল ফোনসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
গৌরনদী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৯:০৪ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ