গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. জিয়াউল হক বলেছেন বাংলা ভাষা ও বাঙালী সাংস্কৃতি সমাজ এটি একটি অরাজনৈতিক সাহিত্য সংগঠন। বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে গভেষনা ও উৎকর্ষ সাধন। সংগঠন পরিচালনায় ১জন সভাপতি, ১জন নির্বাহী সভাপতি, ১জন সহ-সভাপতি, ১জন সম্পাদক, ১জন সাংগঠনিক সম্পাদক, ১জন সাহিত্য সম্পাদক, ১জন সমাজ সেবা সম্পাদক, ৪জন নির্বাহী সদস্য সহ মোট ১১সদস্য বিশিষ্ট কমিটি করা হবে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা শাখার কার্যালয়ে শনিবার সন্ধ্যায় বাংলা ভাষা ও বাঙালী সাংস্কৃতি সমাজ গৌরনদী উপজেলা কমিটির আয়োজনে সাহিত্য এক সভা সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলা ভাষা ও বাঙালী সাংস্কৃতি সমাজ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন যমুনা টিভি বরিশাল ব্যুরোচিফ মো. কাওসার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, বাংলা ভাষা ও বাঙালী সাংস্কৃতি সমাজ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, শিকদার রেজাউল করিম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল, ডা. মনীষ চন্দ্র বিশ^াস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রফেসর ও কবি আবদুল হাকিম, প্রভাষক মাসুদ করিম, প্রধান শিক্ষক টিএম আলতাফ হোসেন, কবি ঝর্ন দাস লবনী, মো. সাহিন, সাঈদবিন ভুইয়া পান্নু,তরুন চক্রবর্তী প্রমূখ।
এএসআর/এমআর