দেবহাটায় এমপি হাবিবসহ ৪০নেতাকর্মীর মুক্তিতে আনন্দ মিছিল

প্রথম পাতা » খুলনা » দেবহাটায় এমপি হাবিবসহ ৪০নেতাকর্মীর মুক্তিতে আনন্দ মিছিল
বুধবার ● ২৮ আগস্ট ২০২৪


দেবহাটায় এমপি হাবিবসহ ৪০নেতাকর্মীর মুক্তিতে আনন্দ মিছিলদেবহাটায় এমপি হাবিবসহ ৪০নেতাকর্মীর মুক্তিতে আনন্দ মিছিল

দেবহাটা (সাতক্ষীরা) সাগরকন্যা প্রতিনিধি॥

সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সহ ৪০ জন নেতাকর্মী দীর্ঘ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ায় দেবহাটায় আনন্দ মিছিল করে যুবদল।
মঙ্গলবার রাতে দেবহাটা উপজেলা যুব দল ও ছাত্রদলের নেতৃৃবৃন্দের আয়োজনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলে দেবহাটা উপজেলা যুব দলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, দেবহাটা উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক রাজিব আহম্মেদ, দেবহাটা উপজেলা ছাত্র দলের আহবায়ক ইমরান হোসেন ফরহাদ, সদস্য সচিব ফিরোজ হোসেন, সদস্য রাকিব হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মামুন , সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্র দলের আহবায়ক নাজমুল হোসের রন্টি, সদস্য সচিব শিমুল হোসেন, যুগ্ম-আহবায়ক অহেদ আলী সহ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত করা হয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সহ ৪০ জন নেতাকর্মীর কারাভোগ করেন। অবশেষে বিজ্ঞ আদালত জামিন প্রদান করায় আনন্দে ফেটে পড়েন সাতক্ষীরার নেতাকর্মীরা।


কেই/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৭:৪২ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ